Update এতোদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের ড্রেস বাধ্যতামূলক করা হয়েছে। তাই আগামী ১/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে ড্রেস এবং আইডি কার্ড পরিধানরত অবস্থায় প্রতিষ্ঠানে আসতে হবে। অন্যথায় পহেল জুলাই এর পরে আউট ড্রেসরত অবস্থায় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। আদেশক্রমে, মাদ্রাসা কতৃপক্ষএফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী। এতোদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের ড্রেস বাধ্যতামূলক করা হয়েছে। তাই আগামী ১/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে ড্রেস এবং আইডি কার্ড পরিধানরত অবস্থায় প্রতিষ্ঠানে আসতে হবে। অন্যথায় পহেলা জুলাই এর পরে আউট ড্রেসরত অবস্থায় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। আদেশক্রমে, মাদ্রাসা কতৃপক্ষএফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী।
#
#

As we embark on another school year, I am filled with excitement and anticipation for all that lies ahead. This year, we have many challenges to overcome but we also have numerous opportunities to grow and learn. I believe that with hard work, dedication, and a commitment to excellence, we will be able to achieve our goals and create an environment that is supportive, challenging, and empowering. নতুন শিক্ষাবর্ষের সূচনা লগ্নে, সামনে যা কিছু আসছে তার জন্য আমি আনন্দিত এবং অনেক কিছু আশা করছি। এই বছর আমাদের অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে হবে ঠিকই, তবে বেড়ে ওঠা ও শেখার অজস্র সুযোগও আমাদের সামনে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে সফল হব যা হবে সহায়তাপূর্ণ, উদ্দীপনামূলক এবং সকলের জন্য ক্ষমতায়নকারী।