05 May 2024
Subject: পরীক্ষা
<p>এতদ্বারা এফসিএ ইসলামিক সাইন্স একাডেমীর সম্মানিত সকল অভিভাবক এবং ছাত্র ছাত্রীদেরকে জানানো যাইতেছে যে আগামী 13 ই মে রোজ সোমবার হইতে অত্র প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ ,পরীক্ষার আগে সকল ছাত্র-ছাত্রীদের বকেয়া বেতনসহ পরীক্ষার ফি পরিষদ করে এডমিট কার্ড নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইল। পরীক্ষার ফি- প্লে, নার্সারির জন্য 200 টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য 300 টাকা নির্ধারণ করা হয়েছে। আদেশক্রমে অধ্যক্ষ এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমি বাজারভদ্রঘাট, সিরাজগঞ্জ মোবাইলঃ 01601-641330 01717-641333 01724-773516</p>