09 Jul 2025
Subject: ছাত্র-ছাত্রীদের হাতের লেখা এবং দরখাস্তের মাধ্যমে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
<p>এতদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১২/০৭/২৫ ইং তারিখের সাপ্তাহিক পরিক্ষা হইতে ছাত্র-ছাত্রীদের হাতের লেখার উপর ৫ নম্বর বরাদ্দ করা হইয়াছে। তাই সকল ছাত্র-ছাত্রীদেরকে হাতের লেখার উপর গুরুত্ব দিতে হইবে। আরো জানানো যাইতেছে যে, ছাত্র-ছাত্রীদের ছুটি দরখাস্তের মাধ্যমে নিতে হইবে।</p><p>আদেশক্রমে, মাদ্রাসা কর্তৃপক্ষ</p><p>এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমি
</p>