03 Aug 2025
Subject: দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় এবং ৫ তারিখের ছুটি সংক্রান্ত নোটিস
<p>এতদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের ২য় সাময়িক পরীক্ষা আগামী ১৬/০৮/২০২৫ ইং তারিখ রোজ শনিবার থেকে অনুষ্ঠিত হইতে যাচ্ছে। তাই সকলকে আগামী ১২/০৮/২০২৫ ইং তারিখের মধ্যে সকল বকেয়াসহ চলতি এবং পরীক্ষার ফি পরিশোধের জন্য বিশেষভাবে জানানো যাইতেছে। পরীক্ষার ফি প্লে, নার্সারী ২০০ টাকা এবং ১ম থেকে ৪র্থ শ্রেণির জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হইয়াছে।
এছাড়াও আরো জানানো যাইতেছে যে, আগামী ০৫/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার “জাতীয় গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকিবে এবং ০৬/০৮/২০২৫ ইং রোজ বুধবার থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথা নিয়মে চলিতে থাকিবে ইনশাআল্লাহ।</p><p style="text-align: left;">
আদেশক্রমে, <span style="font-size: 0.9vw;">মাদ্রাসা কর্তৃপক্ষ</span></p><p style="text-align: left;">
এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী
</p>