04 Sep 2025
Subject: পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ উপলক্ষে ছুটির নোটিশ।
<p>এতোদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৬/০৯/২৫ ইং রোজ শনিবার পবিত্র “ঈদে মিলাদুন্নবী” উপলক্ষে অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকিবে এবং আগামী ০৭/০৯/২৫ ইং রোজ রবিবার থেকে অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথা নিয়মে চলিতে থাকিবে ‘ইনশাআল্লাহ’।
</p><p>
বি. দ্র. ছুটি থাকার কারণে সাপ্তাহিক পরীক্ষা বন্ধ থাকিবে। </p><p style="text-align: left;">আদেশক্রমে,
মাদ্রাসা কর্তৃপক্ষ</p><p style="text-align: left;">
এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী।</p>