Update এতদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১২/০৭/২৫ ইং তারিখের সাপ্তাহিক পরিক্ষা হইতে ছাত্র-ছাত্রীদের হাতের লেখার উপর ৫ নম্বর বরাদ্দ করা হইয়াছে। তাই সকল ছাত্র-ছাত্রীদেরকে হাতের লেখার উপর গুরুত্ব দিতে হইবে। আরো জানানো যাইতেছে যে, ছাত্র-ছাত্রীদের ছুটি দরখাস্তের মাধ্যমে নিতে হইবে।আদেশক্রমে, মাদ্রাসা কর্তৃপক্ষএফসিএ ইসলামিক সায়েন্স একাডেমি এতোদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের ড্রেস বাধ্যতামূলক করা হয়েছে। তাই আগামী ১/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে ড্রেস এবং আইডি কার্ড পরিধানরত অবস্থায় প্রতিষ্ঠানে আসতে হবে। অন্যথায় পহেল জুলাই এর পরে আউট ড্রেসরত অবস্থায় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। আদেশক্রমে, মাদ্রাসা কতৃপক্ষএফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী। এতোদ্বারা এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের ড্রেস বাধ্যতামূলক করা হয়েছে। তাই আগামী ১/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে ড্রেস এবং আইডি কার্ড পরিধানরত অবস্থায় প্রতিষ্ঠানে আসতে হবে। অন্যথায় পহেলা জুলাই এর পরে আউট ড্রেসরত অবস্থায় প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। আদেশক্রমে, মাদ্রাসা কতৃপক্ষএফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী।
শোকবার্তা
14 Oct 2025
Subject: শোকবার্তা

“এই মর্মে” এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমীর সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের প্রথম শ্রেণির ছাত্র হাসিবুর রহমান হামজা তার বাবা-মা ও বোনকে নিয়ে নানা বাড়ি যাওয়ার পথে সিরাজগঞ্জ র‍্যাব অফিসের পাশে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় হামজার বোন ঘটনাস্থলেই এবং বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) এবং তার মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ছোট হামজা বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার পা ভেঙে গেছে। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে এবং সকলকে অনুরোধ করা যাচ্ছে যেন সবাই এই পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া করেন— আল্লাহ তাআলা যেন তার বাবাকে ও বোনকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তাকে ও তার মাকে দ্রুত আরোগ্য দান করেন। আমীন। আদেশক্রমে, মাদ্রাসা কর্তৃপক্ষ এফসিএ ইসলামিক সায়েন্স একাডেমী